ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২৭ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:১১, ২৭ জুলাই ২০১৯

বেসরকারি হাসপাতালে শয্যা না থাকলে রোগী ভর্তি করে না। আর, সরকারি হাসপাতালে কোন রোগী ফেরত পাঠায় না। কিন্তু, ক্রমাগত বাড়ছেই, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসা দিতে রীতিমত হিমসিম খাচ্ছে ডাক্তাররা। 
ঢাকা এখন যেন ডেঙ্গু জ্বরের নগর। অন্য রোগীদের পাশাপাশি এই রোগীদের ঠাঁই দিতে হচ্ছে  মেডিসিন থেকে শুরু করে সার্জারী বিভাগেও। কোথাও কোথাও বারান্দাতেও চলছে চিকিৎসা ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালসহ সরকারি চিকিৎসা কেন্দ্র গুলোর একই চিত্র।
পর্যাপ্ত মশারীর ব্যবস্থা নেই, হাসপাতালে এসেও মশার কামড় সইতে হচ্ছে রোগীদের। 
ভিন্ন চিত্র বেসরকারি হাসপাতালের। বেশি রোগী নিতে পারছে না। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে আক্রান্ত রোগীদের। জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরতে হচ্ছে অনেকে। প্রতিদিনই এই চিত্র বাড়ছে
বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যায়বহুল। তাই অবস্থা সংকটাপন্ন হলেই বেশিভাগ রোগি আসছে বেসরকাইর হাসপাতালে। 
চিকিৎকরা বলছেন, আতংকিত না হয়ে সচেতন হতে হবে। ডেঙ্গুর বাহক এডিসে কামড় এড়াতে ব্যবস্থা নিতে হবে।
সবচেয়ে ঝুঁকিতে শিশুরা।  কারণ সব হাসপাতালে নিবিড় পরিচর্যায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট-পি আই সি ইউ নেই।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি