ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ডায়াবেটিস নিয়ে যত ভুল ধারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৭ আগস্ট ২০১৯

সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য নয় ডায়াবেটিস। তবে নিয়ম মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে রাখা ঠিকই সম্ভব। ডায়াবেটিস একবার ধরা পড়লে নানা বাধা-নিষেধে জীবন একেবারে অতিষ্ট হয়ে যায় এসব রোগীদের।

হাজারটা নিয়ম মানার পরও সামান্য এদিক-ওদিক হলেই বিপদ! কিন্তু সমস্যা হল ডায়াবেটিস সম্পর্কে বেশ কিছু ভ্রান্ত ধারণা এই রোগ এবং রোগীর সমস্যা অনেকটাই বাড়িয়ে তোলে। আসুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস সম্পর্কে তেমনই কয়েকটি প্রচলিত ধারণা যেগুলো একেবারেই সঠিক নয়।

১. ডায়াবেটিসে আক্রান্তরা কখনই রক্তদান করতে পারেন না, এমনটাই ধারণা বেশির ভাগ মানুষের। তবে এ ধারণা সম্পূর্ণ সঠিক নয়। কারণ শুধুমাত্র যারা নিয়মিত ইনসুলিন ইঞ্জেকশন নেন, তারাই শুধু রক্তদান করতে পারেন না। বাকিদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে, রক্তদানে কোন সমস্যা নেই।

২. অনেকেই মনে করেন চিকিৎসক ইনসুলিন নেওয়ার পরামর্শ দিয়েছেন মানেই রোগী মোটেও নিয়ম মেনে চলছেন না। বাস্তবে এ ধারণা সম্পূর্ণ ভুল! কারণ টাইপ ২ ডায়াবেটিসে রক্তে ইনসুলিনের মাত্রা দ্রুত কমে যায়। ফলে নিয়মিত ওষুধ খাওয়া সত্ত্বেও একটা সময়ের পর ইনসুলিন নেওয়ার প্রয়োজন হতে পারে।

৩. ডায়াবেটিস ধরা পড়লে শর্করা জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না, এমনটাই ধারণা বেশির ভাগ মানুষের। তবে বাস্তবে এ ধারণা সম্পূর্ণ ভুল! কারণ ডায়েটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল শর্করা জাতীয় খাবার। তাই কখনই শর্করা জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া উচিত নয়। বরং কম পরিমাণে খাওয়া উচিত।

৪. বেশির ভাগ মানুষেরই এটা ধারণা যে, ডায়াবেটিসে আক্রান্তদের মিষ্টি খাওয়া একেবারেই উচিত নয়। বাস্তবে এ ধারণাটাও সঠিক নয়! কারণ নিয়ন্ত্রিত পরিমাণে মিষ্টি সকলেই খেতে পারেন। বরং চিকিৎসকদের মতে, শুধু ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রেই নয়, বেশি মিষ্টি খাওয়া যে কোন মানুষের পক্ষেই ক্ষতিকর।

৫. অনেকেই মনে করেন, ডায়াবেটিসে আক্রান্তদের সব সময় উচিত খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রেখে যতটা সম্ভব কম পরিশ্রম করা। তবে এ ধারণা সম্পূর্ণ সঠিক নয়। কারণ নিয়ম মেনে চললে আর রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস রোগীরাও বাকিদের মতোই স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন।

এএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি