ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছেঃ স্বাস্থ্যমন্ত্রী  (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৩ আগস্ট ২০১৯

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিল্লাল হোসেন নামে একজন। 
সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রী। সে সময় তিনি রোগীদের খোঁজ খবর নেন। 
পরে তিনি সাংবাদিকদের বলেন, সিটি কর্পোরেশন, ডাক্তার-নার্সসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টা ও জনগণের সচেতনতার কারণে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। 
ঈদের পর ঢাকায় রোগী বাড়লে চাপ সামাল দিতে কুর্মিটোলা হাসপাতালও প্রস্তুত রয়েছে বলে জানান এর পরিচালক। 
এদিকে, গাজীপুরে গেলো ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১০ জন। 
গেলো দুইদিনে মৌলভীবাজারে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা কম এসেছে বলে জানিয়েছেন ডাক্তাররা।    
আর নাটোরের বাগাতিপাড়ায় নতুন করে দুই যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি