ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

এমটিবি ফাউন্ডেশনের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃত্রিম অঙ্গ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ৯ জুলাই ২০২৪

এমটিবি ফাউন্ডেশন 'প্রতিবন্ধী মানুষদের কৃত্রিম অঙ্গ সংযোজন ও সহায়ক ডিভাইস সরবরাহ করার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন' শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি ঢাকার সাভারের গেন্ডায় সেন্টার ফর ডিস্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সঙ্গে অংশীদারিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক ডিভাইস এবং কৃত্রিম অঙ্গ বিতরণ করেছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও সহযোগী গোলাম রাব্বানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর ডিস্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) পরিচালক নাজমুল বারী।

এই প্রকল্পের অধীনে এমটিবি ফাউন্ডেশন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এংকেল ফুট অর্থোসিস, বিলো নি প্রস্থেসিস, ট্রাইসাইকেল, স্ট্যান্ডিং ফ্রেম, হুইল চেয়ার এবং স্পেশাল চেয়ার প্রদান করে। 
এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি