ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক মামুন আবদুল্লাহর বাবা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৭ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মাহবুব উল আলম আর নেই।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মরহুম মাহবুবুল আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহর বাবা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাজী খাইরুল সারেং বাড়ির বাসিন্দা তিনি। আজ মঙ্গলবার বাদ মাগরিব হাজী খাইরুল্লা সারেংবাড়ি মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক মামুন আবদুল্লাহ’র বাবার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে, চট্টগ্রাম প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিজেএসি, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি