ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থাসমূহের সদরদপ্তর যেখানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৪ আগস্ট ২০১৯

OPEC এর সদর দপ্তর- ভিয়েনা
WHO এর সদর দপ্তর- জেনভা
WTO এর সদর দপ্তর- জেনভা।
WLO এর সদর দপ্তর- জেনভা।
ILO-এর সদর দপ্তর - জেনভা।
ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর-নিউইয়র্ক
জাতিসংঘের সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর- রোম
অ্যামেনেষ্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর-লন্ডন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর- বার্লিন,জার্মানি।
আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর-জেনেভা।
এশীয় উন্নয়ন বাংকের সদর দপ্তর-ম্যানিলা
ইসলামী উন্নয়ন বাংকের সদর দপ্তর- জেদ্দা
World Bank এর সদর দপ্তর-ওয়াশিংটন
আন্তজার্তিক আদালেতর সদর দপ্তর - হাগ
IMF এর সদর দপ্তর - ওয়াশিংটন ডিসি
ব্রিটেনের প্রশাসনিক সদরদপ্তর - হোয়াইট হল
PLO এর সদর দপ্তর - রামাল্লা, ফিলিস্তিন
IAEA এর সদর দপ্তর-ভিয়েনা
BIMSTEC এর সদর দপ্তর- ঢাকা
‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর-ঢাকা
NAM এর সদরদপ্তর-সদর দপ্তররিবহীন
G-8 এর সদর দপ্তর-সদর দপ্তরবিহীন
UNIDO এর সদর দপ্তর-ভিয়েনা
ইান্টারপোল সংস্থার সদর দপ্তর- লিও আউটসাইড নলেজ
IDA ( Int’l Development Association) এর সদর দর= ওয়াশিংটন ডিসি আউটসাইড নলেজ
UNICEF এর সদর দপ্তর-নিউইয়র্ক
UNCTD এর সদর দর - জেনেভা
ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর-জেনভা
AFP এর সদর দর-প্যারিস,ফ্রান্স।
AP এর সদর দফতর-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
রয়টার্সের সদর দপ্তর- লন্ডন, ব্রিটেন।
CNN (Cable News Network) এর সদর দপ্তর - আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
কমনওেয়লথ এর সদর দপ্তর-লন্ডন
D-8 (Developing 8) এর সদর দপ্তর-ইস্তাম্বুল, তুরস্ক
UNU (United Nation University)- টোকিও, জাপান।
ফিফার (FIFA) সদর দপ্তর- জিরখু , সুইজারল্যান্ড
আইিসিস এর সদর দপ্তর - দুবাই, (ইউনাইেটড আরব আমিরাত)
UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক
জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক
CIA এর সদর দপ্তর-ভার্জিনিয়া
OIC এর সদর দপ্তর- জেদ্দা
IRRI-এর সদর দপ্তর- ফিলিপাইন (লস ব্যানোস)
সার্কের সদর দপ্তর- নেপাল (কাঠমুন্ডু)
ইউেরাপীয় ইউনিয়নের সদর দপ্তর-ব্রাসেলস
NATO এর সদর দর-ব্রাসেলস
‘UNESCO’ এর সদর দপ্তর-প্যারিস
WIPO এর সদর দপ্তর-জেনেভা
FAO এর সদর দপ্তর- রোম আউটসাইড নলেজ

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি