ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ে করোনার হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৩০ মে ২০২০

এবার করোনা রোগীর দেখা মিলল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ে। সেখানে কর্মরত ২ জন করোনা টেস্টে কোভিড পজিটিভ হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকজন অফিসারকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।

জি নিউজ সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের সেন্ট্রাল ইয়োরোপ ডিভিশনে কর্মরত এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। অন্যজন ‘ল ডিভিশনে কাজ করেন। এর ফলে ওই দুজনের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের হোম কোয়ারেন্টিনে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ের ২ জন করোনা পজিটিভ হওয়ায় ‘ল ডিভিশন ও সেট্রাল ইয়োরোপ ডিভিশনের ঘর স্যানিটাইজড করতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা আতঙ্কের মধ্যেও সক্রিয় ছিল পররাষ্ট্রমন্ত্রণালয়। বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো সহ অন্যান্য বহু কাজ চালিয়ে যাচ্ছিল মন্ত্রণালয়।।

উল্লেখ্য, শুক্রবারই রাজ্যসভার সেক্রেটারিয়েটের একটি অংশ সিল করে দেওয়া হয়। সেখানকার এক অফিসার করোনা পজিটিভ হয়েছেন। সিল করা অংশকে এখন স্যানিটাইডজ করা হচ্ছে। এর আগে লোকসভায় ট্রান্সস্লেশন ও এডিটোরিয়াল ডিভিশনের এক অফিসার করোনা পজিটিভ হন। গোটা ভবনটি বন্ধ করে স্যানিটাইডজ করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি