ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ট্রাম্প জাতিকে বিভক্ত করছেন: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ৪ জুন ২০২০ | আপডেট: ২১:২১, ৪ জুন ২০২০

মার্কিন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন।’ তিনি গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক উপায়ে বেসামরিক বিক্ষোভ দমনের যে চেষ্টা করছেন তারও সমালোচনা করেন জিম ম্যাটিস। খবর দি আটলান্টিক’র। 

ডোনাল্ড ট্রাম্প সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমার জীবনে কোনো প্রেসিডেন্টকে দেখি নি যে, তিনি আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ না করে বিভক্ত করার চেষ্টা করছেন। কিন্তু ট্রাম্প তাই করছেন।’ জিম ম্যাটিস ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। অথচ সাবেক এই জেনারেলকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পেরে ডোনাল্ড ট্রাম্প বিশেষ গর্ব করেছিলেন।

জিম ম্যাটিস চলমান বিক্ষোভ দমনের ইস্যুতে সুস্পষ্ট করে বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বিভক্ত করার চেষ্টা করছেন। গত তিন বছরের প্রচেষ্টার ফলাফল এটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানির নাজি বাহিনীর মতো আমাদেরকে ‘বিভক্ত কর এবং শাসন কর’ এমন নীতি অনুসরণ করছেন।’

গেল সপ্তাহে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জর্জ ফ্লয়েড নামে একজন কৃষ্ণাঙ্গ নাগকিকে হত্যা করার পর আমেরিকার বিভিন্ন শহরে বর্ণবাদ ও প্রশাসনিক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ দমনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সেনা ব্যবহারের হুমকি দিয়েছেন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি