দিল্লিতে বাড়ছে না ‘লকডাউন’
প্রকাশিত : ১৭:৫১, ১২ জুন ২০২০ | আপডেট: ১৮:১৪, ১২ জুন ২০২০
দিল্লি হাইকোর্ট রাজ্যে লকডাউনের বিষয়টি বিবেচনায় নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন- ইন্ডিয়া টিভি
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রতি মুহূর্তে বেড়েই চলছে। এতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ হলো ভারত। দেশটিতে বাড়ছে করোনার সংক্রমণ। লাগাম ছাড়া সংক্রমণ চলছে দিল্লিতেও। তবে এ পরিস্থিতিতে রাজধানী দিল্লিতে লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই জানিয়েছে রাজ্য সরকার। এমনটি জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। খবর কলকাতা ২৪ ও আনন্দবাজার পত্রিকা’র।
লকডাউনের পঞ্চম পর্ব শেষে সব খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। খুলেছে অফিস-আদালত, দোকান-বাজার। জনজীবন স্বাভাবিক করার এ পর্বেই মাত্রা ছাড়া সংক্রমণ গোটা দেশে। আজ শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখে। গোটা দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৬৮৭ জন হয়েছে। দিল্লিতে করোনায় মারা গেছেন ১০৮৫ জন। তবে দেশের অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও স্বাভাবিক জনজীবন ফেরানোর চেষ্টা চলছে।
এনডিটিভি বলছে, দিল্লিতে করেনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের জল্পনা-কল্পনা শুরু হতে থাকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ১৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত আবার লকডাউন আসছে। এমন পরিস্থিতিতে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী লকডাউনের বিষয়টি জনসম্মুখে খোলসা করেন।
এমএস/এসি
আরও পড়ুন