ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডব্লিউএইচও’র সতর্কতার মধ্যেই খুলল আইফেল টাওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২৬ জুন ২০২০ | আপডেট: ২২:৩২, ২৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতী করোনা ভাইরাসের আঘাত কিছুটা সামলে নিয়েছে ইউরোপ। গত এক মাসে নতুন করে সংক্রমণ বা মৃত্যুর খবরও বেশ কম ছিল। কিন্তু এর মধ্যেই ব্রিটেনে ফের পরপর দুই দিনে যথাক্রমে ১৫৪ ও ১৪৯ জনের মৃত্যুতে বিপদের ডাক যেন নতুন করে বেজে উঠেছে। প্রতিদিন করোনা-সংক্রমণের হার আবারও হাজার ছাড়িয়েছে। খবর বিবিসি, রয়টার্স, দ্যা সান’র। 

পুরো বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ৯৬ লক্ষের কাছাকাছি। সংক্রমণের ঢেউ যে নতুন করে ইউরোপে আছড়ে পড়তে পারে, সে সতর্কবার্তা বারবার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা বলছে, এত দিন গৃহবন্দি থাকার পরে মানুষ ক্লান্ত, বাড়ির বাইরে বেরোতে চান তারা, কিন্তু এই সময়টাই সব চেয়ে বিপজ্জনক। ‘আনলক’ পর্বে সাবধান না-হলে যে মহাবিপদ, তা বারবার মনে করিয়ে দিয়েছে সংস্থাটি। 

আজও শুক্রবারও সেই একই কথা বলেছেন সংস্থাটির আঞ্চলিক প্রধান হান্স হেনরি ক্লাজ। তিনি বলেন, ‘১১টি দেশে চোখে পড়ার মতো বেড়েছে সংক্রমণ।’ 

তিন মাস পরে খুলে দেওয়া হয়েছে প্যারিসের আইফেল টাওয়ার। আর ব্রিটেনের পার্কগুলো খুলবে ৪ জুলাই। অবশ্য পার্কগুলোয় প্রবেশের ক্ষেত্রে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি