স্কটল্যান্ডে ছুরিকাঘাতে ৩ জন নিহত
প্রকাশিত : ১৪:০২, ২৭ জুন ২০২০ | আপডেট: ১৫:০৮, ২৭ জুন ২০২০
(ছবি-দ্যা ব্রেক)
স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি হোটেলে ছুরিকাঘাত করে ৩ পর্যটককে হত্যা করেছে এক অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ঐ হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছেন। লন্ডনের একটি পার্কে ৩ জনকে কুপিয়ে হত্যার সপ্তাহ না পেরোতে স্কটল্যান্ডে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসি, ডেইলি রেকর্ড ও রয়টার্স’র।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে এখনও হামলাকারীর নাম-পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছে পুলিশ।
অভিবাসনপ্রত্যাশীর ছুরিকাঘাতে ৪২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। এ সময় হোটেলটিতে অবস্থান করা ১৭, ১৮, ২০, ৩৮ ও ৫৩ বছর বয়সী ৫ পর্যটক গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে অভিযান চালায়।
এ সময় হামলাকারী এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করলে তাকে গুলি করে হত্যা করা হয়। গুরুতর আহত ঐ পুলিশ কর্মর্তাকেও হোটেলে আহত অপর ৫ জনের সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত ৩ জনের মৃত্যু হয়েছে।
এমএস/
আরও পড়ুন