ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

লাদাখে কাঠামো নির্মাণ নিয়ে চীনকে ভারতের কঠোর হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২৭ জুন ২০২০

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন কাঠামো নির্মাণ অবিলম্বে চীনকে বন্ধ করার হুঁশিয়ারি দিল ভারত। স্পষ্ট জানিয়ে দিল, সীমান্তে সামরিক উত্তেজনা প্রশমন করতে হলে গালোয়ানকে নিজের জমি দাবি করা বন্ধ করতে হবে। কিন্তু এই স্থিতাবস্থার বদল ঘটাতে চাইলে শান্তি বিঘ্নিত হতে পারে।

লাদাখ সংঘাত ও তার আগে পরের পরিস্থিতি নিয়ে এদিন সংবাদসংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বেজিংয়ে স্থিত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি। ওই সাক্ষাতকারেই তিনি বলেছেন, পূর্ব লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক বিরোধ নিষ্পত্তির রাস্তা একটাই, তা হল বেইজিংকে পরিষ্কার করে বুঝতে হবে যে, “গায়ের জোরে স্থিতাবস্থা পরিবর্তন করতে চাওয়া কোনও কাজের কথা নয়। তা করে এগোনোও যাবে না।”

তিনি বলেন, গালওয়ানকে নিজেদের জায়গা বলে যে দাবি করে আসছে চীন, তা একেবারেই মেনে নেওয়া যায় না। চীন যদি নিজের মানসিকতা না বদলায়, সমস্যা থেকেই যাবে। চীন যদি স্থিতাবস্থা পাল্টানোর চেষ্টা করে, তাহলে বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি