ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোয়েন্দা বিভাগের খবর ফাঁসে ক্ষুব্দ হোয়াইট হাউজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ১ জুলাই ২০২০ | আপডেট: ২৩:১৪, ১ জুলাই ২০২০

হোয়াইট হাউজের সংবাদ সম্মেলন- ভয়েস অব আমেরিকা

হোয়াইট হাউজের সংবাদ সম্মেলন- ভয়েস অব আমেরিকা

Ekushey Television Ltd.

হোয়াইট হাউজ’র প্রেসসচিব কেইলি ম্যা্কএনানী গতকাল মঙ্গলবার তার কথায় সেই সব গোয়েন্দা কর্মকর্তাদের সমালোচনা করেন যারা যুক্তরাষ্ট্রের সৈন্যদের জীবন বিপন্ন করেছে। তিনি প্রমাণ বিহীন গোপন সংবাদ সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত না করার সিদ্ধান্ত সমর্থন করেন। হোয়াইট হাউজ সেই সব গোয়েন্দা কর্মকর্তাদের দোষারোপ করছে যারা আফগানিস্তানে রাশিয়ার পুরস্কৃত করার অভিযোগ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।

তিনি আরও সতর্ক করে দেন যে, এই সংবাদ ফাঁস করা এবং প্রমাণিত নয় এমন অভিযোগ দেশকে দুর্বল করছে। খবর নিউ ইয়র্ক টাইমস ও ভয়েস অব আমেরিকা’র।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সিনেটর মঙ্গলবার হোয়াইট হাউজের একটি ব্রিফিং থেকে এ কথা বলে ওয়াক আউট করেছেন যে, আফগানিস্তানে আমেরিকান এবং জোটের সৈন্যদের হত্যার জন্য রাশিয়া তালিবান যোদ্ধাদের জন্য পুরস্কারের প্রস্তাব দিয়েছিল এ অভিযোগ সম্পর্কে তারা প্রশাসনের ব্যাখ্যায় সন্তুষ্ট নন। এই ব্রিফিং এর লক্ষ্য ছিল ডেমক্র্যাটিক দলের শীর্ষ সিনেটরদের রাশিয়ার ষড়যন্ত্র সম্পর্কিত অভিযোগ সম্পর্কে গোয়েন্দার তথ্য অবহিত করা। এর আগের দিন একই ধরণের ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দলের সদস্যদের জন্য।

তবে মঙ্গলবারের হোয়াইট হাউজের এই ব্রিফিং’র পর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্মিথ সাংবাদিকদের বলেন , ‘সব চেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে হোয়াইট হাউজের কাছে এ ব্যাপারে কোন স্পষ্ট উত্তর ছিল না। আমার কাছে আরও উদ্বেগের বিষয় যেটা মনে হয়েছে, তা হলো তারা এটা নিশ্চিত করতে চাইছিলেন যে আমরা যেন এটা বুঝি যে প্রেসিডেন্ট এ ব্যাপারে কিছুই জানতেন না। সেটা আসলে স্বাভাবিক বিষয় নয়। ট্রাম্প এবং হোয়াইট হাউজের বিভিন্ন কর্মকর্তারা এ কথাই বলে আসছেন যে এই ষড়যন্ত্রের খবরের কোন গোয়েন্দা সংবাদ প্রেসিডেন্টকে কখনই অবহিত করা হয়নি। তবে কোন কোন শীর্ষ কর্মকর্তা স্বীকার করছেন যে এর প্রমাণ গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়েছে এবং সেই সব মিত্র রাষ্ট্রগুলোকেও জানানো হয়েছে যাদের সৈন্যরা সম্ভাব্য ঝুঁকির মধ্যে ছিল।

দ্য নিউ ইয়র্ক টাইমস, সি এন এন এবং অন্যান্য সংবাদ মাধ্যমের খবরেও বলা হয়েছে কিছু তথ্য ফেব্রুয়ারি মাসেই প্রেসিডেন্টের প্রাত্যহিক ব্রিফিং এ অন্তর্ভুক্ত ছিল। অন্যান্য খবরে বলা হয়েছে যে ট্রাম্পকে এ বছরের গোড়ার দিকেই লিখিত তথ্য জানানো হয়েছিল। অন্যান্য শীর্ষ ডেমক্র্যাটিক সিনেটররাও গোপন সংবাদ নিয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া সম্পর্কে এবং এর সম্ভাব্য পরিণতিকে খাটো করে দেখার প্রবণতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি