ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ার গোয়েন্দা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত : পেলোসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আহ্বান জানিয়েছেন, মার্কিন প্রশাসনের উচিৎ রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও সামরিক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। আফগানিস্তানে মার্কিন সেনাহত্যার জন্য তালেবানকে অর্থ যোগান দিচ্ছে রাশিয়া -এমন খবর প্রকাশ হওয়ার পর ন্যান্সি পেলোসি এই নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

যদিও ন্যান্সি পেলোসির আহ্বানের আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে, তাদের সেনা হত্যা করার জন্য তালেবানকে রাশিয়া অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে সে ব্যাপারে জোরালো কোনো প্রমাণ নেই।

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনও বলেছে, “আফগানিস্তানে আমেরিকার সেনা হত্যা করার জন্য রাশিয়া তালেবানকে অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা আমরা নিশ্চিত করতে পারছি না।” 

পেন্টাগনের প্রধান মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া তালেবানকে অর্থ দিচ্ছে বলে কোন তথ্য আমাকে জানানো হয় নি। ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেন পেলোসি। 

তিনি বলেন, এ বিষয়ে ট্রাম্প ব্যর্থতার পারিচয় দিয়েছেন।
সূত্র : পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি