ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

মিশরে শুরু হচ্ছে ‘মি টু’ আন্দোলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৮ জুলাই ২০২০ | আপডেট: ১২:০৪, ১৮ জুলাই ২০২০

(ছবি- এপি)

(ছবি- এপি)

মিশরে ‘মি টু’ আন্দোলনের সূচনা হতে চলেছে। ইনস্টাগ্রাম পোস্টে কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ বাসাম জাকির প্রায় ১০০জন মহিলা ও যুবতীদের ধর্ষণের কথা প্রকাশ পেলে সে দেশের সামাজিক মাধ্যমে রীতিমতো হৈ চৈ পড়ে যায়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

ইনস্টাগ্রাম পোস্টে ১০০জন মহিলা ও যুবতীকে ধর্ষণের অভিযোগে উঠেছে জাকি’র বিরুদ্ধে। জাতিসংঘের হিসাব অনুযায়ী মিশরের প্রায় প্রতিটি মহিলাই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। তবে ধর্মীয় কূ-সংস্কারের কারণে অনেকেই তা গোপন রাখেন। সম্প্রতি ইনস্ট্রাগ্রামে ঐ ছবি প্রকাশ পাওয়ার পর নারীরা ‘মি টু’ আন্দোলনে সোচ্চার হয়েছেন। 

ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ পাওয়ার পর অনেক মহিলাই তাদের অভিযোগ নিয়ে এগিয়ে আসতে শুরু করেছেন।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি