ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডব্লিওএইচও প্রধান ‘চীনের কেনা‘ - পম্পেওর এই বক্তব্যে তীব্র ক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ২২ জুলাই ২০২০

মাইক পম্পেও

মাইক পম্পেও

ড. টেড্রস গেব্রেইয়েসাস ‘চীনের কেনা লোক‘ বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্যের পর তীব্র প্রতিবাদ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পম্পেও এখন ব্রিটেন সফর করছেন। ব্রিটিশ বেশ কয়েকটি মিডিয়ায় তাকে উদ্ধৃত করে বলা হয়েছে - ‘ডব্লিউএইচও প্রধান চীনের কাছে বিক্রি হয়ে গেছেন, এবং ব্রিটেনে করোনাভাইরাসে এত মানুষের মৃত্যুর কারণ সেটাই।‘

পম্পেওর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়: “যদিও এ ধরনের বিবৃতির বিস্তারিত কিছু ডব্লিওএইচও জানেনা, কিন্তু যে কোনো ধরনের বিদ্বেষমূলক এবং ভিত্তিহীন অভিযোগ আমরা প্রত্যাখ্যান করি।“

“ডব্লিউএইচও এই মহামারি মোকাবেলায় এবং জীবন রক্ষায় মনোযোগ অব্যাহত রাখার জন্য প্রতিটি দেশকে অনুরোধ করছে।“

জেনেভা থেকে বিবিসির ইমোজেন ফুকস বলছেন, সংস্থার প্রধান সম্পর্কে পম্পেওর এ ধরনের অবমাননাকর মন্তব্যে সংস্থার ভেতর প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে।

মিজ ফুকস বলছেন, সংস্থার মধ্যে হতাশা তৈরি হয়েছে যে ‘চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে রেষারেষির মধ্যে পড়ে গেছে তারা।’  ডব্লিউএইচও মনে করছে, কোভিড নিয়ে যুক্তরাষ্ট্রে যে সঙ্কটে পড়েছে তার ঝাল তারা অন্যের ওপর ঝাড়ছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি