ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ওষুধের দাম কমানোর আদেশ ট্রাম্পের স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২৫ জুলাই ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমাতে চারটি নির্বাহী আদেশ স্বাক্ষল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার আদেশগুলোতে স্বাক্ষর করেন ট্রাম্প। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ট্রাম্প নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়াতেই মার্কিনিদের হাতে কম দামে প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করছেন বিশ্লেষকরা। 

তবে ট্রাম্প বলেন, ‘চারটি আদেশে আমি স্বাক্ষর করছি যেটা প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের বাজারকে সম্পূর্ণরূপে পুনর্গঠনে সহায়তা করবে।’

জানা যায়, নির্বাহী আদেশগুলোর কারণে যুক্তরাষ্ট্রে ওষুধের দামে ছাড় পাওয়া যাবে। পাশপাশি সস্তায় বিদেশ থেকেও ওষুধ আমদানি করা যাবে। তবে অনেকেউ ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। 

ট্রাম্প প্রশাসন একটি বিপজ্জনক নীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল রিসার্চ এন্ড ম্যানুফেকচারার্স অব আমেরিকার। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি