ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

আগাম ১৫ লাখ কবর খুঁড়ে রাখলো যে দেশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ২৬ জুলাই ২০২০ | আপডেট: ২২:০৭, ২৬ জুলাই ২০২০

কবে যে বিদায় নেবে প্রাণঘাতী করোনাভাইরাস! কবে আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে পৃথিবী! এসব প্রশ্নের উত্তর এখন হয়তো কারো কাছেই নেই। ভ্যাকসিন আবিষ্কারের আশা এখনো পর্যন্ত কোন দেশ দেখাতে পারছে না। সারা বিশ্ব প্রাণঘাতী ভাইরাসের ভয়ে কাঁটা হয়ে রয়েছে। অন্ধকার কেটে কবে যে আলো আসবে তার কোন পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। 

উল্টে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়ে চলেছে। ভারত, আমেরিকা, ইতালি, স্পেন, ব্রিটেনসহ বিশ্বের প্রায় সব দেশেই রোজ নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্বেগে রয়েছে সাধারণ মানুষ। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

এহেন অবস্থায় লকডাউন ছাড়া আর অন্য কোনো উপায় নেই যেন। কিন্তু তাতে আবার আরো বড় বিপদ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। ফলে দীর্ঘদিন লকডাউন-এর পথে আর হাঁটতে পারবে না সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন। এরই মধ্যে আরও ভয়ঙ্কর দিনের আশঙ্কায় প্রস্তুতি সেরে রাখছে দক্ষিণ আফ্রিকা। 

ফোর্বস জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার গাওতেং প্রদেশে ১৫ লাখ কবর খোঁড়া হচ্ছে। সেখানকার প্রশাসনের এমন উদ্যোগে ইতিমধ্যে সমালোচনাও শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকায় করোনার হট স্পট এই প্রদেশ। 

সেখানকার মেডিকেল কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানিয়েছেন, বাধ্য হয়েই তাঁদের এমন অস্বস্তিকর একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে অনেকেই বলছেন, প্রশাসন তাহলে নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন নিন্দনীয় কাজ শুরু করেছে!

রাজধানী প্রিটোরিয়া এবং জোহানেসবার্গ এই গাওতেং প্রদেশেরই অন্তর্ভুক্ত। জোহানেসবার্গ এই অঞ্চলের রাজধানী। গাওতেংয়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ। দেশের মোট আক্রান্তের বড় অংশটা এখানেই।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৪ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৬৫৫ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১২ জন। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২০৪ জন। তবে সুস্থতার সংখ্যাও কম নয়, ২ লাখ ৬৩ হাজার ৫৪ জন সুস্থ হয়েছেন আক্রান্তদের মধ্যে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি