ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যালিফোর্নিয়ায় উপকূলে ৭জন মেরিন সেনা নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৩ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী যুদ্ধজাহাজ- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী যুদ্ধজাহাজ- সংগৃহীত

Ekushey Television Ltd.

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর ৭ সদস্য ও ১ জন নাবিক নিখোঁজ হয়েছেন। তারা সকলেই নিহত হয়েছেন বলে ধারণা করে তল্লাশি তৎপরতা বন্ধ করা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

জানা যায়, এসব মেরিন সেনারা একটি উভচর যানে প্রশিক্ষণে ছিলেন। যানটিতে পানি ঢকে ডুবে গেলে প্রশিক্ষণরত ১৫জনের মধ্যে ৮জনকে উদ্ধার করা সম্ভব হয়। কমান্ডিং অফিসার ক্রিস্টোফার ব্রনজি এক বিবৃতিতে জানান, দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে এই উদ্ধার মিশনের সমাপ্তি টানতে হচ্ছে। আমাদের মেরিন ও কোস্ট গার্ড সদস্যরা অভাবনীয় উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন। তবে আমরা এদেরকে রক্ষা করতে পারিনি।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি