ভেনেজুয়েলার বিরোধী দলগুলি নির্বাচনে অংশ নিচ্ছে না
প্রকাশিত : ১৩:০৯, ৩ আগস্ট ২০২০
(ছবি- এপি)
আগামী ৬ ডিসেম্বর ভেনেজুয়েলায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এতে দেশটির প্রধান বিরোধী দলগুলী অংশ না নিয়ে নির্বাচন বর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে। তারা যুক্তি তোলেন যে, এই নির্বাচনে সোসালিষ্ট দল কারচুপির আশ্রয় নেবে। খবর ভয়েস অব আমেরিকা’র।
বিরোধী দলগুলো বলছে, স্বৈরাচারী শাসকের অধীনে নির্বাচন করা হলে তার সঙ্গে সহযোগীতা করার সামিল। তবে তাদের এই পদক্ষেপ নেয়াতে জাতীয় সংসদে তারা বিরোধী নিয়ন্ত্রণ হারাতে পারেন। যা স্পিকার হিসাবে জুয়ান গাইডর ভিত্তিকে দুর্বল করে ফেলবে।
এমএস/
আরও পড়ুন