ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

মোগাদিশুতে গাড়িতে বোমা হামলায় ৯ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৯ আগস্ট ২০২০

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি সামরিক ঘাঁটির সামনের ফটকের কাছে গাড়ি বোমা বিস্ফোরিত হলে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। এতে আরও ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

নিহতদের মধ্যে ৮ জন ছিল সরকারি সৈন্য। আর হতাহতদের মধ্যে অন্যান্যরা হচ্ছেন সৈন্যদের স্বজনরা যারা সেই সময় ঐ ঘাঁটিতে উপস্থিত ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে একজন আত্মঘাতী বোমাবাজ দ্রুত বেগে ঐ শিবিরের ফটকের দিকে এগিয়ে গেলে প্রহরীরা গাড়িটি থামানোর চেষ্টা করে। গোটা এলাকা জুড়ে এই বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

হাসপাতাল সুত্রগুলো নিশ্চিত করেছে যে প্রায় ২০ জন আহত হয়েছেন যাদের বেশির ভাগই সেনাবাহিনীর লোক। আজকের এই বিস্ফ্রোরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠি আল শাবাব। তারা দাবি করছে তারা বহু সরকারি সৈন্যকে হত্যা করেছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি