ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইসরাইলে’র প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ৯ আগস্ট ২০২০

(ছবি- এপি)

(ছবি- এপি)

জেরুসালেমে হাজার হাজার প্রতিবাদকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র বাসভবনের বাইরে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন নাগরিকরা। এর আগেও চলতি বছর বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য বিক্ষোভ করেন ইসরায়েলের নাগরিকরা। খবর ভয়েস অব আমেরিকা’র। 

জানা যায়, জনগণ দুর্নীতি ও করোনা ভাইরাসে ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তাদের স্লোগান ছিল, ‘ইওর টাইম ইস আপ’ অর্থ্যাৎ তোমার সময় শেষ এখন সরে দাঁড়াও। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীকে তাদের চাকুরী রক্ষা করতে না পারা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে ব্যর্থতার জন্য তার দোষারোপ করছিলেন। 

সাম্প্রতিক সপ্তাহগুলিতে তার বিরুদ্ধে দুর্নীতি কেলেংকারীর জন্য অসন্তোষ বাড়ছে বলে খবরে প্রকাশ হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি