আফ্রিকায় চলতি বছর ম্যালেরিয়ায় দ্বিগুন মানুষ মারা যেতে পারে
প্রকাশিত : ১৫:৩৬, ১৩ আগস্ট ২০২০
আফ্রিকার চিকিৎসকেরা হুশিয়ার করে দিয়েছেন যে, করোনা মহামারীকে প্রাধান্য দেয়ার কারণে আফ্রিকায় ম্যালেরিয়া রোগে এ বছর দ্বিগুন লোকের মৃত্যু হতে পারে। এছাড়াও যক্ষা, এইডস’র মতো রোগেরও সংক্রমণ বৃদ্ধি পাবে বলে তারা আশংকা করছেন। খবর ভয়েস অব অমেরিকা’র।
চিকিৎসকেরা হুশিয়ার করে দেন যে, করোনা মহামারী সংকট ও লকডাউন জারী করার পর, যক্ষা, ম্যালেরিয়া ও এইডস রোগের বিরুদ্ধে কার্যক্রম ব্যাহত হয়েছে।
এইডস রোগ বিশেষজ্ঞ ডাক্তার সেলিম আব্দুল করিম বলেন, ‘স্বাস্থ্য কেন্দ্রে যেতে এখন রোগীরা ভয় পাচ্ছেন তাই রোগীদের সংখ্যা আমরা কমতে দেখেছি। এখন আমাদের গভীর উদ্বেগ যে, বহু বছরের সফলতা হয়তবা ম্লান হয়ে যেতে পারে।’
এমএস/
আরও পড়ুন