ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

প্রণব মুখার্জীর অবস্থা স্থিতিশীল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১৬ আগস্ট ২০২০

এখনও ভেন্টিলেটরেই রয়েছেন প্রণব মুখার্জী। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ভারতের প্রাক্তন এই রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন দেশটির অধিবাসী। রোববার (১৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানালেন। প্রণব মুখোপাধ্যায়কে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। খবর আনন্দবাজার-এর।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে রয়েছেন প্রণব মুখার্জী। মেডিকেল বুলেটিন প্রকাশ করে প্রতি দিন তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

আজকের বুলেটিনে বলা হয়, ‘প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। ওঁর ভাইটাল এবং ক্লিনিক্যাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল রয়েছে। এখনও ভেন্টিলেটরেই রয়েছেন উনি। প্রাক্তন রাষ্ট্রপতির কো-মর্বিডিটিও রয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন উনি।’

এর আগে, গত ১৩ অগস্টের বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, গভীর কোমায় চলে গিয়েছেন প্রণবজী। এখনও তিনি কোমায় রয়েছেন কিনা, এ দিনের বুলেটিনে তার কোনও উল্লেখ নেই।

তবে প্রণব মুখার্জী আগের চেয়ে ভাল আছেন বলে এ দিন জানান তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। হাসপাতালের বুলেটিন সামনে আসার আগে সকাল ১০টা নাগাদ টুইটারে তিনি লেখেন, ‘গতকাল হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম। ভগবানের কৃপায় এবং আপনাদের শুভকামনায় আগের চেয়ে অনেক ভাল এবং স্থিতিশীল রয়েছেন উনি। ওঁর ভাইটাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, খুব শীঘ্র আবার আমাদের মধ্যে ফিরে আসবেন উনি। আপনাদের সকলকে ধন্যবাদ।’

এর আগে গত ৯ অগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জী। পর দিন সকালে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল তাঁর। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে কোভিড সংক্রমণও ধরা পড়ে তাঁর। সেই অবস্থাতেই মাথায় অস্ত্রোপচারের হয় এবং ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। সেই থেকে এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি।​

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি