চালক ছাড়াই চললো ট্রেন, স্টেশন ছাড়তেই লাইনচ্যুত
প্রকাশিত : ২২:১৮, ২০ আগস্ট ২০২০ | আপডেট: ২২:২১, ২০ আগস্ট ২০২০
চালক ছাড়াই চালু হয়ে গেল ট্রেন। যাত্রী ছিল মাত্র একজন। ফলে কিছুদূর যাওয়ার পর লাইনচ্যুত হয়ে গেল ট্রেনটি। বুধবার এ ঘটনা ঘটেছে ইতালিতে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ওই দেশের সংবাদমাধ্যম।
জানা গিয়েছে, ওই ট্রেনটি কোনও টিকিট চেকার বা ড্রাইভার ছাড়াই মিলানের উত্তর দিকে প্রায় সাত কিলোমিটার এগিয়ে যায়। ট্রেনে ছিল একজন যাত্রী। সাত কিলোমিটার এগোনোর পরে ট্রেন থেকে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। এঘটনায় মোট ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রেল এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানানো হয়েছে কোনও কারণে ট্রেনটি কোনও কর্মী ছাড়াই চলতে শুরু করেছিল। কী সেই কারণ, তাই তদন্তের মাধ্যমে দেখা হবে।
তবে কপাল ভালো বলা যেতে পারে, কারণ সেফটি সিস্টেম ট্রেনটিকে একটি অব্যবহৃত ট্রাকের ওপর দিয়ে চালিয়ে দেয়। সিসিটিভি থেকে প্রাপ্ত ছবি দেখে সহজেই অনুমেয় ওই ট্রেনে যাত্রী সংখ্যা বেশি থাকলে বড় দুর্ঘটনা ঘটত। মৃত্যু হত আরও অনেক বেশি।
তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা উপযুক্ত তদন্তের পরেই সামনে আসবে। তবে চালক ছাড়াই কীভাবে ট্রেন এগিয়ে গেল তা এই মুহূর্তে ভেবে পাচ্ছেন না কেউই।
এসি
আরও পড়ুন