প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে শেষ হল রিপাবলিকানদের সম্মেলন
প্রকাশিত : ১৭:১৯, ২৮ আগস্ট ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এএফপি
ওয়াশিংটন মনুমেন্টের চারিপাশে বর্ণিল আলোক সজ্জা’র মাধ্যমে ৪ দিনের রিপাবলিকান দলীয় সম্মেলনের সমাপ্তি টানা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। তিনি বলেন, ‘ভোটাররা এর আগে দুটি দল, দুটি চিন্তাধারা, দুটি দর্শন ও দুটি আলোচ্যসূচীর পরিষ্কার সদিচ্ছা ব্যক্ত করতে পারেননি।’ খবর ভয়েস অব আমেরিকা’র।
তার ভাষণে তিনি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’র আওভান জানাননি। বরং বলেছেন, আগের চেয়ে আমরা বৃহত্তর এক আমেরিকা গড়ে তুলবো। বক্তারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আফ্রিকান আমেরিকান জনগণ ও সংখ্যালঘুদের দীর্ঘদিনের বন্ধু। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও অন্যান্য বক্তারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে অর্থনীতির উন্নতি হয়েছে, বিদেশী সন্ত্রাসীরা পরাস্ত হয়েছে এবং করোনা সংক্রমণ এখন পরবর্তী আলোচনার বিষয়বস্তু।
প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি বলেন, ডেমোক্রেটসদের শাসিত রাজ্যগুলিতে অব্যাহত সহিংসতা, বাইডেন প্রশাসনের চিত্রকে তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় জরিপে জো বাইডেন থেকে অনেকটা পিছিয়ে আছেন। জো বাইডেনকে লক্ষ্য করে তিনি বলেন, জো বাইডেন আমেরিকান জনগণের ত্রাণকর্তা নন তিনি আমেরিকার চাকুরী ধ্বংসকারী। তাকে সুযোগ দেয়া হলে তিনি আমেরিকার মাহাত্মও ধ্বংস করে দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের সমালোচনা করে বলেন, চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে তার বন্ধুত্ব নিবিড়। তার কর্মসূচি চীন থেকে প্রণয়ন করা হয় তবে আমার কর্মসূচি যুক্তরাষ্ট্রে প্রণীত হয়।
বক্তাদের ভাষণে খুব অল্পই ছিল করোনা মহামারীতে প্রায় ১,৮০,০০০ আমেরিকান জনগণের মৃত্যুর উল্লেখ এমনকি ১৫০০ সম্মানিত অতিথি ও কর্মকর্তাদের খুব কাছাকাছি মাস্ক ছাড়াই বসে থাকতে দেখা যায়।
এমএস/
আরও পড়ুন