ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্টে ঘূর্ণিঝড় ‘লরা’র আঘাতে ৬ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২৮ আগস্ট ২০২০

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘লরা’র আঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ এলাকা- এপি

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘লরা’র আঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ এলাকা- এপি

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘লরা’ বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানার উপকূলে আঘাত হানে। এতে ৭৮,০০০ স্থানীয় বাসিন্দার বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তারপর সিটি অফ লেক চার্লসের দিকে ধাবিত হয় ঘূর্ণিঝড়টি । জনপদ, বসতিঘর কিছুই রেহাই পায়নি ঘূর্ণিঝড়ের ছোবল থেকে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

বহু পাকা ভবনের ছাদের অংশ শহরের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতে দেখা যায়। অন্তত ৯ লাখের অধিক ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঘূর্ণিঝড়ের তোড়ে লেক চার্লসের একটি কেমিক্যাল প্লান্টে আগুন ধরে যায়।

ঘূর্ণিঝড়টি শুক্রবার নাগাদ দুর্বল হয়ে পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে নিজ গতিপথ ধরে প্রবল বর্ষণ ও বন্যার সম্ভবনা রয়েছে বলে জানান দেশটির আবহাওয়াবিদরা।

প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ক্ষয়-ক্ষতি নিরুপনে সপ্তাহ শেষে টেক্সাস ও লুইজিয়ানার উপদ্রুত এলাকা সফর করবেন। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি