জাতিসংঘের প্রতি বেলারুশের বিরোধী নেত্রীর আবেদন
প্রকাশিত : ০৮:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২০
ইউরোপের দেশটিতে বেশ কিছু দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে- রয়টার্স
বেলারুশের বিরোধী দলীয় নির্বাসিত নেত্রী সিবাতলানা শিখায়নুয়েস্কায়া দেশটিতে নির্বাচন-পরবর্তী মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘের কাছে প্রতিবাদ জানিয়েছেন। বেলারুশে নির্বাচনের ফলাফলের বিরোধিতা এবং স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কো’র বিরুদ্ধে বিক্ষোভের পর শত শত নিরীহ জনগণকে আটক ও নির্যাতন করা হচ্ছে বলে খবরে প্রকাশ করা হয়। খবর ভয়েস অব আমেরিকা’র।
লিথুয়ানিয়া থেকে ভিডিও বার্তায় তিনি নিরাপত্তা পরিষদকে জানান, দেশটির দাবি একেবারেই স্পষ্ট আর তাহল অবিলম্বে সহিংসতা ও সরকারের হুমকি বন্ধ করা। সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং দেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন দিতেও দাবি জানান তিনি।
এমএস/
আরও পড়ুন