ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চীনা মহাকাশযানের সফল অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২০

চীনের গবি মরুভূমি থেকে জিউকান মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়- এপি

চীনের গবি মরুভূমি থেকে জিউকান মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়- এপি

চীন পরীক্ষামূলকভাবে যে মহাকাশযানটি উৎক্ষেপণ করেছিল সেটা সফলভাবে অবতরণ করেছে। দুই দিন আগে উৎক্ষেপণ করা মহাকাশযানটি নির্ধারিত স্থানে অবতরণ করে। খবর সাউথ চায়না মনিং পোস্ট, সিনহুয়া ও ভয়েস অব আমেরিকা’র।  

সিনহুয়া জানায়, পরীক্ষামূলক ও পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযানটি কাজ শুরু করে।

এই পরীক্ষামূলক অভিযানকে সফল উল্লেখ চীনা কর্তৃপক্ষ জানায়, পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযানের গবেষণায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। যার মাধ্যমে স্বল্প খরচে শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশে যাওয়া ও আসা নিশ্চিত হবে। গবেষকরা যানটিকে যুক্তরাষ্ট্রের বোয়িং মহাকাশযান ‘ইউএস এয়ারফোর্স এক্স-৩৭বি’র সঙ্গে তুলনা করেছেন। 

এমএস/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি