ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাক্রান্ত মহিলা ঘুরে বেড়াচ্ছেন সৈকতে, যেভাবে ধরল পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ১০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এলে নিভৃতবাসে থাকবেন এটাই কাম্য। কিন্তু এক মহিলা কোভিড পজিটিভ হওয়া সত্ত্বেও নিজেকে ঘরবন্দি করে রাখেননি। বাড়ি থেকে বেরিয়ে সমুদ্র সৈকতে ঘুরছিলেন। সেই কারণে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাঁকে যে ভাবে গ্রেফতার করেছে পুলিশ সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

স্পেনের সান সেবাস্তিয়ান শহরে রয়েছে লা জুরোইলা বিচ। সেখানেই মুখে মাস্ক ও বিকিনি পরে ঘুরছিলেন তিনি। তাঁর থেকে অন্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায় সে জন্য পুলিশ আসে গ্রেফতার করতে। 

ভিডিয়োতে দেখা যাচ্ছে, পিপিই কিট পরে এসেছেন পুলিশ অফিসাররা। তার পর ওই মহিলাকে গ্রেফতারের জন্য ছুটছেন। এ ভাবে কিছুক্ষণ চলার পর তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি