ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের দাবানল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১৩ সেপ্টেম্বর ২০২০

ক্যালিফোর্নিয়ার মাউন্টেন হোম নামক গ্রামের দাবানল নেভানোর চেষ্টা করছেন দমকলের কর্মীরা- ওয়াশিংটন পোস্ট

ক্যালিফোর্নিয়ার মাউন্টেন হোম নামক গ্রামের দাবানল নেভানোর চেষ্টা করছেন দমকলের কর্মীরা- ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় গতকাল শনিবারও অগ্নিনির্বাপক দল ১০০ টির মতো দাবাগ্নি আয়ত্বে আনার চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডের তান্ডব ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন রাজ্য পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এ সব ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাংলাদেশ সময় রোববার সকাল পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

বাতাস কিছুটা শান্ত হওয়ায় কর্তৃপক্ষ বলছে, আগুনের ফুলকি কমতে থাকলে আরও বহু মৃতদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। 

ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গ্যাভিন নিওসম বলেছেন, এটা সত্যিকার এক আবহাওয়া দুর্যোগ। এই রাজ্যে ৬৮,০০০ জনগণকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি