ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

লাদাখে সীমান্ত উত্তেজনার মধ্যেই শক্তিশালী এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেরে ফেলল ভারত। বুধবার (২৩ সেপ্টেম্বর) আহমেদনগরে লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও। অর্জুন ট্য়াঙ্ক থেকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্রটি।

ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৩ কিলোমিটার দূরে একটি লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটির মাথায় জোড়া রয়েছে একটি ওয়ারহেড। সেটি শক্তপোক্ত কোনও ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে। বিভিন্ন প্লাটফর্ম থেকে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া যাবে। এটিকে আরও উন্নত করে তোলা হবে।

ক্ষেপণাস্ত্রটির সফলতা নিয়ে রাজনাথ সিং বলেন, ডিআরডিও-র গবেষক টিমের জন্য আমরা গর্বিত। সংস্থায় কর্মীরা অস্ত্র আমদানির ওপরে নির্ভরতা কমাতে উল্লেখযোগ্য কাজ করে চলেছেন।

উল্লেখ্য, এদিনই আরও একটি যন্ত্রের পরীক্ষা করে ডিআরডিও। ক্ষেপণাস্ত্রের গতিবিধি নজর রাখার জন্য ব্যবহার করা হবে এটিকে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি