ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বিভক্তি ভুলে ঐক্যের ডাক বাইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৮ নভেম্বর ২০২০

আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণে সব বিভক্তি ভুলে ঐক্যের ডাক দিয়েছেন জো বাইডেন। মার্কিনিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির। 

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট সম্প্রতি যে ধরনের বিভেদ ও তিক্তা তৈরি হয়েছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা কী হতে চাই, তা নিয়ে জোরালো সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। আমরা যদি একেঅপরকে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সহযোগিতা করার সিদ্ধান্তও নিতে পারি।’

প্রতিদ্বন্দ্বি প্রার্থী ট্রাম্পকে উদ্দেশ্যে করে বলেন, ‘আমিও কয়েকবার হেরেছি। তাই, আপনার হতাশা বুঝতে পারছি।’

এ সময় তিনি দেশটিতে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের মৃত্যু ঘিরে সহিংস আন্দোলন, করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর অভিজ্ঞতা না ভুলে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন সমাজ গড়ার ওপর জোর দেন। 

এছাড়া  ভোটার, প্রচার ক্যাম্পের কর্মী, নির্বাচনে নানা ধরনের কাজে অংশগ্রহণকারী, নিজের পরিবার, বন্ধু ও সহকর্মীদের ধন্যবাদ জানান বাইডেন।

বিশেষ করে দেশটির কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, সেভাবেই আমিও আপনাদের পাশেই থাকব।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি