ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বললেন স্ত্রী মেলানিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৯ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন। চূড়ান্ত ফল প্রকাশের পর সারাবিশ্ব জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু এখনও পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। বরং তিনি নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনেছেন। এবার পরাজয় মেনে নিতে ট্রাম্পকে নাকি অনুরোধ করেছেন তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সিএনএন জানিয়েছে, মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন। এর আগেও বিভিন্ন বিষয়ে মেলানিয়াকে নিজের মত প্রকাশ করতে দেখা গেছে। এমনকি অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধী মতামতও প্রকাশ করতে দেখা গেছে তাকে। 

এর আগে নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা জ্যারেড কুশনার।

তবে ট্রাম্পের দুই ছেলে তার পরাজয় মেনে নিতে রাজি নয়। তারা রিপাবলিকান এবং ট্রাম্প সমর্থকদের এই ফলাফল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। 
সূত্র : সিএনএন
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি