ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

থাইল্যান্ডে বন্যায় ৯ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ৪ ডিসেম্বর ২০২০

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলা বিভাগ (ডিডিপিএম) শুক্রবার জানিয়েছে- দেশটির দক্ষিণাঞ্চলে বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছে। সেখানে বন্যায় ৯১ হাজার ৬৮৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সিনহুয়ার।

রয়্যাল থাই আর্মির সদস্যরা সাতটি প্রদেশের বন্যা দূর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করছে।

ডিডিপিএম জানায়, বন্যা কবলিত প্রদেশগুলোর মধ্যে রয়েছে- সুরাত থানি, নখন সি থামারাত, পাথালুং, ত্রং,সঙ্খলা, পাতানি ও নরাথিওয়াত। এসব প্রদেশ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

ডিডিপিএম ও স্থানীয় সরকার আবাসিক বিভিন্ন এলাকা থেকে পানি বের করে ফেলছে এবং তিন দিন ধরে বন্যা দূর্গতদের মাঝে তারা ত্রাণ সরবরাহও করছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি