ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূর্বাভাস : অচিরেই আমেরিকাকে টপকে যাবে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বর্তমান বিশ্বে আমেরিকা এবং চীন হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি। তবে আগামী ২০২৮ সালের মধ্যে আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হতে যাচ্ছে চীন। এমনই পূর্বাভাস দিয়েছে ব্রিটেনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান।

ব্রিটেনে অবস্থিত সেন্টার ফর ইকনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ বা সিইবিআর সম্প্রতি তাদের বার্ষিক রিপোর্টে এই পূর্বাভাস দিয়েছে।

গত ২৬ ডিসেম্বর প্রকাশিত সিইবিআর-এর বার্ষিক রিপোর্টে বলা হয়- আগে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তার চেয়ে পাঁচ বছর আগেই চীন অর্থনীতির ক্ষেত্রে শীর্ষ অবস্থান দখল করতে যাচ্ছে। অর্থাৎ ২০২৮ সালের মধ্যে চীনের অর্থনীতির মূল্যমান আমেরিকাকে ছাড়িয়ে যাবে। 

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টটিতে বলা হয়েছে- করোনা ভাইরাসের মহামারী এবং অর্থনৈতিক মন্দাবস্থা অবশ্যই চীনকে অগ্রগামী করে দিয়েছে। করোনাভাইরাসের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার জন্য চীনকে প্রশংসাও করেছে সিইবিআর।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি