ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের হোয়াইট হাউজ চিফকে বরখাস্ত করলেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২১ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ট্রাম্প প্রশাসনের নিয়োগ দেয়া হোয়াইট হাউজের চিফ উশার তিমোথি হারলেথকে বরখাস্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ খবর দিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্টরা উত্তরসূরিকে হোয়াইট হাউজে স্বাগত জানান। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে স্বাগত জানাননি ট্রাম্প দম্পতি। তাদেরকে হোয়াইট হাউজে স্বাগত জানানোর কথা ছিল হোয়াইট হাউজের চিফ উশার তিমোথি হারলেথের।

ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট বাইডেনের কাছের কেউ এই পদে নিয়োগ পেতে পারেন।

২০১৭ সালে তিমোথি হারলেথকে হোয়াইট হাউজে নিয়োগ দিয়েছিলেন মেলানিয়া ট্রাম্প। হারলেথ ওয়াশিংটন ডিসির ট্রাম্প আন্তর্জাতিক হোটেল থেকে হোয়াইট হাউজে এসেছিলেন। সেখানে তিনি কক্ষের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

ওবামা প্রশাসনের হোয়াইট হাউজ চিফ অ্যাঞ্জেলা রেইডের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিমোথি হারলেথ।

অ্যাঞ্জেলা রেইড ২০১১ সালে প্রথম মহিলা হিসেবে এই পদে দায়িত্ব পালন করে ইতিহাস রচনা করেছিলেন। এর আগে তিনি পেন্টাগন সিটির রিটজ কার্লটনে জেনারেল ম্যানেজার ছিলেন। 

ট্রাম্প দম্পতি হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই তাকে বরখাস্ত করা হয়েছিল।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি