ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দায়িত্ব গ্রহণের শুরুতেই ধাক্কা খেল বাইডেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

আমেরিকার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় ধাক্কা খেল জো বাইডেন। অভিবাসন নিয়ে সম্প্রতি সংস্কার কার্যক্রম শুরু করেন নতুন প্রেসিডেন্ট। তিন মাসের বেশি সময়ের মধ্যে আমেরিকা থেকে অবৈধদের বিতাড়নের ওপর নিষেধাজ্ঞা দেন তিনি। আর এতেই আপত্তি জানিয়েছে দেশটির আদালত। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাইডেনের সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন টেক্সাস জেলা আদালত। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ প্রিয়ভাজন বিচারক ড্রিও টিপটন সাময়িক সময়ের জন্য এই স্থগিতাদেশের নির্দেশ দেন। ফলে বৈধ কাগজপত্রহীন আমেরিকা প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে। 

বিচারকের মন্তব্য, সিদ্ধান্তটির পক্ষে কোনও শক্তপোক্ত বা যৌক্তিক কারণ তুলে ধরতে পারেনি বাইডেন প্রশাসন। তবে আগামী ১৪ কর্মদিবসের মধ্যে আদালতের স্থগিতাদেশ চ্যালেঞ্জের সুযোগ পাবে নতুন সরকার।

এর আগে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই ১৭টি নির্বাহী আদেশ ও ঘোষণায় স্বাক্ষর করেন  বাইডেন। যাতে বিতাড়ন ঠেকানোর পাশাপাশি ছিল এক কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার নির্দেশনা। একই সাথে সাতটি মুসলিম দেশের ওপর ট্রাম্প প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি