ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সৌদি বিমান বন্দরে ড্রোন হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ১৫ মার্চ ২০২১

সৌদি আরবের বিমান বন্দর ও বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হালানো হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদির ‘আবহা’ আন্তর্জাতিক বিমান বন্দর ও ‘কিং খালিদ’ বিমান ঘাঁটিতে এ হামলা চালায়। দুটি স্থাপনাই সৌদি আরবের দক্ষিণে অবস্থিত।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, দু’টি অবস্থানেই ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত বেশ কয়েক বার আবহা বিমান বন্দর ও কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালালো ইয়েমেনি বাহিনী।

এর আগে গত সপ্তাহে আসির, জিযান ও রাস আল তানুরা বন্দরে ১৪ ড্রোন ও ৮টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে বড় ধরণের অভিযান পরিচালনা করে ইয়েমেনের সামরিক বাহিনী।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি