ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাইডেনের হোঁচট খাওয়াকে উপহাস করলেন ট্রাম্প জুনিয়র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ২১ মার্চ ২০২১ | আপডেট: ২২:২৯, ২১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

বিমানে উঠতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনাকে উপহাস করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তার অফিসিয়াল টুইটার পেজে এডিট করা একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে বিমানে ওঠার সময় জো বাইডেনের হোঁচট খাওয়ার দৃশ্যের পাশে ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার মাঠ দেখানো হয়েছে। সেখানে বাইডেনকে হোঁচট খেতে পড়ে যেতে দেখে অট্টহাসিতে ফেটে পড়ছেন ট্রাম্প।

জো বাইডেন শুক্রবার বিমানে চড়তে গিয়ে সিঁড়িতে পরপর তিনবার হোঁচট খান। প্রথম দু’বার নিজেকে প্রায় সামলে নিলেও তৃতীয়বার তিনি নীচে পড়ে যান। এর ফলে দেশের প্রেসিডেন্ট হিসেবে তার শারিরীক ফিটনেস নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। অবশ্য মুহূর্তের মধ্যে তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান এবং বিমানের বাকি সিঁড়িগুলো অতিক্রম করে বিমানে উঠে যান।

বিমানবন্দরে বসানো বেশ কয়েকটি ক্যামেরায় নানারকম অ্যাঙ্গেলে বাইডেনের হোঁচট খাওয়ার দৃশ্য ধরা পড়ে।

এর আগে গত বছরের শেষ দিকেও একবার পায়ে চোট পেয়েছিলেন বাইডেন। ওই সময় নিজের পোষা কুকুরের সঙ্গে খেলার সময় পায়ে আঘাত পান তিনি। তখন এ নিয়ে তাকে চিকিৎসকের শরণাপন্নও হতে হয়েছিল।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি