কসোভোর নতুন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি
প্রকাশিত : ১৪:২৭, ৫ এপ্রিল ২০২১ | আপডেট: ১৪:৪১, ৫ এপ্রিল ২০২১
কসোভোর সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ভিজোসা ওসমানিকে আইন প্রণেতারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। রোববার (৪ এপ্রিল) পার্লামেন্ট স্পিকার গ্লুয়াক কনজুফকা এক ঘোষণায় বলেন, ৩৮ বছর বয়সী আইনের অধ্যাপক ভিজোসা ৮২ ভোটের মধ্যে ৭১টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হওয়ার পর ভিজোসা ওসমানি বলেন, রাষ্ট্রকে জোরদার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো। আমি হবো সকলের প্রেসিডেন্ট।
তরুণীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে ভিজোসা আরও বলেন, কসোভো আজ এক নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে। তরুণীরা যা চায় তা করার অধিকার তাদের রয়েছে। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সকল স্বপ্নই বাস্তবে রূপ নেবে।
এদিকে ভিজোসাকে সমর্থন দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আলবিন কার্তি। দেশের দূর্বল অর্থনীতিকে চাঙ্গা এবং দেশটির প্রায় ৫০ শতাংশ বেকারত্ব দূর করা উভয়ের জন্য এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। এছাড়া কোভিড-১৯ মোকাবেলা ও টিকা সংগ্রহ এবং ভেঙেপড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধারও তাদের জন্যে অন্যতম চ্যালেঞ্জ।
উল্লেখ্য, দেশটিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রায় ১৯’শ লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে ৯১ হাজার জন।
এনএস/
আরও পড়ুন