ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১৪ এপ্রিল ২০২১

ইসরাইলের শয়তানির জবাবে ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে ইসরাইল অপরাধ করলে তার হাত কেটে দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে ইসরাইলের যেকোনো ষড়যন্ত্র ও অপরাধের জবাব দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

রুহানি বলেন, আজ থেকে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়েছে। এটা তাদের শয়তানির বিরুদ্ধে প্রাথমিক জবাব। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন।

রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তা থামিয়ে দেওয়া হবে। এই জুলুমেরও ইতি ঘটানো হবে। যারা ইরানের স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিয়ে খেলছে, ভ্যাকসিন ও খাদ্য সংগ্রহে বাধা দিচ্ছে তাদের হাতও বিচ্ছিন্ন করা হবে।

তিনি আরও বলেন, ইরান ন্যায় ও যুক্তির কথা বলে। এ কারণে শত্রুদেরকে আলোচনায় কোণঠাসা করার সক্ষমতা তেহরানের রয়েছে। পরমাণু সমঝোতা সইয়ের সময় আলোচনায় ইরান নিজের এই সক্ষমতা দেখিয়েছে বলে তিনি জানান। সূত্র: পার্সটুডে

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি