ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইসরাইলের ৬ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ১৯ মে ২০২১

গাজা

গাজা

ইসরাইলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড। 

কাস্সাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, দক্ষিণ গাজায় ইসরাইলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, আজও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। আজও গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

সকালে ইসরাইলি হামলায় এক সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় ২১৯ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে শিশু রয়েছে ৬৩ জন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি