ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৬ মে ২০২১

ভারতের পূর্বাঞ্চলীয় উডিষ্যা রাজ্যে বুধবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। এদিকে ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত চার জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া দপ্তর এ খবর জানিয়েছে। গত কয়েক সপ্তাহে ভারতে আঘাত হানা এটি দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভাদরাক জেলার ধামরা বন্দরে এটি আঘাত হানতে শুরু করে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেখানে ইয়াস আঘাত হানে। এ মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

ঝড়ের প্রভাবে উডিষ্যার বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার থেকেই বৃষ্টি ও ঝোড়ো বাতাস হচ্ছে। গতকাল সেখানে বাতাসের গতিবেগ ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার।

উডিষ্যা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উপকূলের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

এদিকে ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত চার জনের প্রাণহানির খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের মধ্যে একজন ভবন ধসে এবং আরেকজনের দেহ সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার রাতে ঝড়ের তোড়ে বিদ্যুতায়িত হয়ে আরও দু'জন মারা গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি