ইসরাইলে দূতাবাস স্থাপন করল আমিরাত
প্রকাশিত : ১৯:০১, ৩১ মে ২০২১ | আপডেট: ১৯:০৪, ৩১ মে ২০২১
সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে রোববার ইসরাইলের রাজধানী তেল আবিবে তাদের দূতাবাস উদ্বোধন করেছে। আরব আমিরাত প্রথম আরব দেশ যে কিনা ২৬ বছর পর ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল।
এর আগে ১৯৯৬ সালে জর্দান 'ওয়াদি চুক্তি'র আওতায় ইসরাইলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এরপর গত ২৬ বছরে কোন আরব দেশ ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে ইসরাইলের সাথে সম্পর্ক বজায় রেখেছে।
গত প্রায় আট মাস ধরে ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলে আসছিল। দু'দেশের কর্মকর্তাদের মধ্যে আসা যাওয়া চলছিল। চলতি বছরের ১ মার্চ আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজাকে তেল আবিবে পাঠানো হয়েছিল।
সংযুক্ত আরব আমিরাত এমন সময় তেল আবিবে দূতাবাস উদ্বোধন করলো যখন সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে গাজা যুদ্ধের পর এ অঞ্চলে রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন ঘটে গেছে। আরেকটি বিষয় হচ্ছে আমিরাত এমন সময় ইসরাইলে দূতাবাস খুলেছে যখন ইসরাইলে ক্ষমতার পালা বদল ঘটতে যাচ্ছে। খুব শিগগিরই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হতে পারে। অর্থাৎ ইসরাইলে চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।
এসি
আরও পড়ুন