ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

হাইতির প্রেসিডেন্ট হত্যায় জড়িত ২৮ জন: হাইতি পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ৯ জুলাই ২০২১

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোসের হত্যাকান্ডে অন্তত ২৮ ব্যক্তি জড়িত ছিলেন। এদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং ২জন হাইতিয়ান বংশোদ্ভুত মার্কিন নাগরিক।

জাতীয় পুলিশের মহাপরিচালক লিওন চার্লস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ১৫ জন করম্বিয়ান এবং হাইতিয়ান বংশোদ্ভুত ২ মার্কিনিকে গ্রেফতার করেছি। ৩ জন কলম্বিয়ান নিহত হয়েছে। পালিয়েছে অপর ৮ জন।’

বুধবার পুলিশ জানায়, সন্দেহভাজন ৪ জন নিহত হয়েছে। তবে চার্লস এই তথ্যের সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা দেননি। তিনি বলেন, ‘হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’ রাজধানী পোর্ট-অ-প্রিন্সে নিজের বাসভবনে মোসে এবং তাঁর স্ত্রী মার্টিনের ওপর বন্দুকধারীদের হামলার একদিন পর চার্লস এমন বক্তব্য রাখেন।

ভোর রাতে চালানো এ হামলায় মোসে নিহত এবং তাঁর স্ত্রী আহত হয়েছেন। মার্টিনকে এয়ার এ্যাম্বুলেন্সে করে মিয়ামি নেয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি