ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনার উৎস সম্পর্কিত তথ্য-প্রমাণ নষ্ট করেছে বেইজিং: মার্কিন সিনেটর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৭ জুলাই ২০২১ | আপডেট: ২২:০৭, ২৭ জুলাই ২০২১

মার্কিন সিনেটর টম কটন কোভিড-১৯ সম্পর্কে মিথ্যা তথ্য ও এ সম্পর্কিত তথ্য গোপনের অভিযোগে চীনের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘চীন মহামারির উৎস সম্পর্কিত তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেছে।’

ফক্স নিউজে দেওয়া একটি সাক্ষাত্কারে কটন বলেছেন, ‘করোনার উৎপত্তি সম্পর্কে তথ্য-প্রমাণ চীন সম্ভবত নষ্ট করে ফেলেছ; না হয় অন্তত গোপন করেছে। করোনার উৎপত্তি সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট উত্তর পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে।’

এমনকি করোনাকে মহামারি হিসেবে অভিহিত না করায় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকেরও সমালোচনা করেছেন। মার্কিন এই সিনেটর বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক প্রথম থেকেই চীনের পকেটে ছিলেন। তারা করোনার উৎস তদন্তের জন্য এই বছরের শুরুর দিকে ভুয়া কমিশনকে উহানে পাঠিয়েছিল।’

বেইজিংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টেরও সমালোচনা করেছেন টম কটন। মহমারি ছড়িয়ে দেওয়া ও এ ব্যাপারে চীনের তর্জন-গর্জন দমাতে প্রেসিডেন্ট বাইডেন কী করবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টম কটন বলেন, ‘আমরা আরও কিছু করতে পারি যা আমরা করছি না।’

তিনি আরও বলেন, ‘মার্কিন জনগণ জো বাইডেন ও কংগ্রেসের সদস্যদের নির্বাচিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু সরকার এই সিদ্ধান্তগুলো জনস্বাস্থ্যের একগুচ্ছ আমলাদের ওপর ছেড়ে দিয়েছে।’

সম্প্রতি, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন করোনার দ্বিতীয় ধাপ তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করে বলেছে বিষয়টি ‘বিপজ্জনক’।

চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদের একটি দল করোনাভাইরাসের উত্স অনুসন্ধানের চীন ভ্রমণ করে। তবে এই ভ্রমণে তারা চীনের নানা বাধার সম্মুখীন হয়। প্রতিনিধি দলকে সাহায্য না করার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। সূত্র : এএনআই

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি