ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক মরক্কো সফরে তিন চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১২ আগস্ট ২০২১

মরক্কো ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার তিনটি চুক্তি স্বাক্ষর করেছেন। গত বছর এ দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ইহুদি রাষ্ট্রের শীর্ষ এক কর্মকর্তার ঐতিহাসিক প্রথম এ সফর চলাকালে তারা এসব চুক্তি স্বাক্ষর করেন। খবর এএফপি’র।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতা ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ রাজনৈতিক আলোচনা, বিমান চলাচল ও সংস্কৃতি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।

লাপিদ সাংবাদিকদের বলেন, ‘এসব চুক্তি আগামীতে আমাদের উভয় দেশের শিশুদের কল্যাণের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করবে।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্টার্ন সাহারায় মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার পর গত বছর ইসরাইল ও মরক্কো একটি চুক্তি স্বাক্ষর করে। লাপিদ বলেন, ‘আজ আমরা শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুন:স্থাপন করছি।’

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর গত বছর ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনকারী চতুর্থ আরব দেশ হচ্ছে মরক্কো। এদিকে, মরক্কোর এমন পদক্ষেপে ফিলিস্তিনিরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি