ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তালেবান প্রসঙ্গে ভারত-পাকিস্তান নিয়ে যা বললেন আফগান পপ তারকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৪ আগস্ট ২০২১ | আপডেট: ১৩:৫৩, ২৪ আগস্ট ২০২১

আরিয়ানা সাঈদ

আরিয়ানা সাঈদ

কাবুলসহ পুরো আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। ইতোমধ্যেই সরকার গঠনের প্রস্তুতিও শুরু করেছে কট্টরপস্থী সংগঠনটি। তাদের ভয়ে আফগানিস্তান ছেড়েছেন হাজারো নাগরিক, যাদের মধ্যে অন্যতম দেশটির জনপ্রিয় পপ তারকা আরিয়ানা সাঈদ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কার্গো জেটে করে দোহা পৌঁছেই তালেবান প্রসঙ্গে পাকিস্তানকে দুষেলেন আরিয়ানা।

'পাকিস্তানেই প্রশিক্ষণ পেয়েছে তালিবান'- এমনই বিস্ফোরক দাবি করলেন আফগান এই পপ তারকা। একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'তালেবানকে নির্দেশ দিচ্ছে পাকিস্তান। তালেবানরা সেই দেশ থেকেই প্রশিক্ষণ নিয়েছে।' একইসঙ্গে পাকিস্তানকে কোনও অর্থ না দেয়ারও ডাক দিয়েছেন আরিয়ানা।

পাশাপাশি চলমান এই সঙ্কেটে আফগানদের সহায়তা দেয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরিয়ানা সাঈদ। এমনকি ভারতকে সত্যিকারের বন্ধু বলেও উল্লেখ করেছেন।

ভারত তালেবানের বিরোধিতা করলেও ইতোমধ্যেই সংগঠনটির সদস্যদের প্রতিরোধ করার প্রস্তাব প্রত্যাখান করেছে একাধিক দেশ। এদিকে সংশ্লিষ্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে মুখ খুললেন আফগান পপ তারকা আরিয়ানা।

তিনি বলেন, 'আমি দেশের বাইরে রয়েছি। কিন্তু লাখ লাখ মানুষ যাঁরা আফগানিস্তানে রয়েছেন তাঁদের জন্য আমার মন কেঁদে উঠছে। ২০ বছর আগে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করা যায় না। আজ আমারা সেই একই পরিস্থিতির মুখোমুখি।' 

পাশাপাশি এদিন ভারতকে ধন্যবাদও জানান আরিয়ানা। তিনি বলেন, 'আফগানদের পক্ষ থেকে আমি ভারতকে ধন্যবাদ জানাচ্ছি। বছরের পর বছর ধরে উপলব্ধি করার পর এটা বুঝেছি, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই আমাদের দেশের প্রকৃত বন্ধু'।

এদিন পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই পপ তারকা বলেন, 'আমি এই পরিস্থিতির জন্য পাকিস্তানকে দোষারোপ করছি। আমাদের সরকার যখনই কোনও তালিবকে পাকড়াও করত তখন দেখা যেত সে একজন পাকিস্তানি। আমারা ভিডিয়োতে দেখেছি পাকিস্তান তালিবানের হাত শক্ত করেছে। তাদের প্রশিক্ষণ দিয়েছে।'

অন্যদিকে, এদিন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রসঙ্গে তিনি বলেন, 'প্রেসিডেন্টের ভূমিকায় আমি হতাশ। কিছু পাকিস্তানির হাতে তিনি যেভাবে আমাদের ছেড়ে গেলেন তা দেখে আমি আশাহত। তিনি আমাদের দেশের সেনা, মানুষকে আশাহত করেছেন। আমরা কোনও নেতা ছাড়া কীভাবে লড়াই করব?'

নিজের বর্তমান অবস্থান প্রকাশ না করে এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আরিয়ানা সাঈদ বলেছেন, আমি পাকিস্তানকে দোষ দেব। বছরের পর বছর ধরে আমরা ভিডিও দেখেছি, প্রমাণ পেয়েছি যে, পাকিস্তান তালেবানদের ক্ষমতায়নের পেছনে রয়েছে। প্রতিবার আমাদের সরকার তালেবানদের ধরলে তারা পরিচয় দেখে এবং দেখা যায় তারা পাকিস্তানি ব্যক্তি। 

আরিয়ানা আরও জানান, তালেবানদের রাজত্বে নারীরাই সবথেকে বেশি অরক্ষিত। তাঁদের থেকে রাস্তায় বার হওয়ার স্বাধীনতাও কেড়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এই পপ তারকা। তিনি আরও বলেন, ‘আপাতত দেশের বাইরে থেকেই কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘‘আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য অনুরাগী রয়েছেন। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সঙ্গীতচর্চা চালিয়ে যাব আমি।’’ 

বিগত দুই দশক ধরে আফগানিস্তানে নারী-স্বাধীনতা ও অধিকারের পক্ষে যারা জোরালো আওয়াজ তুলেছিলেন, তাদের মধ্যেই অন্যতম আরিয়ানা সাঈদ। বর্তমানে তিনি দেশছাড়া হলেও আফগানিস্তানের মানুষদের জন্য তিনি আওয়াজ তুলবেন। তাঁর কথায়, ‘‘আমি আমার বক্তব্য প্রচার করবই। আফগানিস্তান ও আফগানদের জন্য কী করা যায়, তা দেখছি।’’ সূত্র: এনডিটিভি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি