আফগানদের জন্য লড়ছে পাঞ্জশির: আমরুল্লাহ সালেহ
প্রকাশিত : ১৮:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২১
পাঞ্জশির শুধু নিজেদের জন্য নয়, সমগ্র আফগানদের অধিকার আদায়ের জন্য লড়ছে বলে জানিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, আমরুল্লাহ সালেহ বলেন, 'এই প্রতিরোধ আফগান নাগরিকদের অধিকার নিশ্চিত করার প্রতিরোধ। এটি পাঞ্জশিরভিত্তিক হলেও এটা পাঞ্জশির থেকে সমগ্র আফগানদের প্রতিনিধিত্ব করছে। যারা হতাহত হয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, অমানবিক জীবন যাপনে বাধ্য হয়েছেন এবং যারা ভীত সন্ত্রস্ত রয়েছেন এই প্রতিরোধ তাদের জন্য।'
এসময় তিনি তালেবানকে উদ্দেশ করে বলেন, 'যদি আফগান জনগণ তাদেরক বিশ্বাস করে, তাহলে তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দেশ ছাড়ছে কেন?' সাবেক এই ভাইস-প্রেসিডেন্ট তালেবানকে উদ্দেশ্ করে আরও বলেন, 'আপনারা এর আগেরবার এসেও নিজেদের বৈশিষ্ট্যের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এবার আবারো এসেছেন, মুখোশের আড়ালে নিজেদের আসল রূপ লুকিয়ে আফগান জনগণকে শান্তির বাণী শোনাচ্ছেন কিন্তু আসল ব্যাপার হচ্ছে- জনগন আপনাদের বিশ্বাস করছে না।'
এদিকে গত কয়েকদিন ধরে তালেবান ও পাঞ্জশিরের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। উভয়পক্ষের দাবি তারা- বিপরীত পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছেন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, স্থানীয় সশস্ত্র গোষ্ঠী সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় আমরা অভিযান শুরু করেছি। তালেবান যোদ্ধারা পাঞ্জশিরে প্রবেশ করে বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। অন্যদিকে, পাঞ্জশিরের বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেছেন, তাদের হামলায় তালেবান পিছু হটেছে।
আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশির। পাঞ্জশির নদীর নামেই এই উপত্যকা। কাবুলের মাত্র ৬৫ কিলোমিটার উত্তরপূর্বে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে আছেন গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী ও আফগানিস্তানের প্রয়াত মোজাহিদীন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।
গত কয়েকদিন আগে তালেবান পাঞ্জশির বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। পাঞ্জশিরে তালেবান বিরোধী অন্যতম বিদ্রোহী আহমাদ মাসউদ বলেন, তালেবানের কাছে পাঞ্জশির হস্তান্তর করা হবে না। তালেবান এই এলাকা দখল করতে চাইলে আমাদের বাহিনী তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত। সেই থেকে এলাকাটিতে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
এসি
আরও পড়ুন